ঢাবি উপাচার্য মহোদয়ের সঙ্গে UTF–এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
- আপডেট সময় : ১১:০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের সঙ্গে ইউনিভার্সিটি টিচার্স’ ফোরাম (UTF)–এর প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের উচ্চশিক্ষা খাতে বর্তমান চ্যালেঞ্জ, সমসাময়িক একাডেমিক পরিবেশ, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন এবং শিক্ষকসমাজের দায়িত্বশীল অবস্থান বিষয়ে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শিক্ষা–গবেষণার মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীতি–পরিকল্পনা এবং শিক্ষক–শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ সংশ্লিষ্ট বিষয়েও মতবিনিময় করা হয়।
আলোচনায় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বিদ্যমান পাবলিক–প্রাইভেট বৈষম্য দূর করার প্রয়োজনীয়তা বিশেষ গুরুত্বসহকারে উপস্থাপিত হয়। এই বৈষম্য হ্রাস করে সমতা–ভিত্তিক ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে UTF যে সক্রিয় ও নীতিনিষ্ঠ ভূমিকা পালন করছে—মাননীয় উপাচার্য মহোদয় তা আন্তরিকভাবে গ্রহণ করেন এবং ভবিষ্যতেও UTF–এর গঠনমূলক ও ইতিবাচক উদ্যোগগুলোর প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
ইউনিভার্সিটি টিচার্স’ ফোরাম (UTF)
উন্নত, ন্যায়সংগত ও সমতাভিত্তিক উচ্চশিক্ষার পক্ষে অঙ্গীকারবদ্ধ। ঢাবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে UTF প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন UTF-এর আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ ডিপার্টমেন্টের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, সদস্য সচিব ড. শামীম হামিদী, প্রধান সংগঠক মো: কবীর উদ্দিন , যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত ,দিদার মুহাম্মদ ,যুগ্ম সংগঠক পীযুষ কুমার সরকার, কার্যনির্বাহী সদস্য মীর মুশফিক মাহমুদ, জাবেদ আরাফাত প্রমুখ।











